• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পৃথিবীর অষ্টম মহাদেশ জিল্যান্ডিয়া


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক ফেব্রুয়ারি ১৯, ২০১৭, ০১:৩৪ পিএম
পৃথিবীর অষ্টম মহাদেশ জিল্যান্ডিয়া

ঢাকা: পৃথিবীতে কয়টি মহাদেশ আছে? সবাই বলবেন সাতটি। কিন্তু পৃথিবীতে আছে আটটি মাহদেশ। কি ভাবছেন মসকরা করছি, না এটাই সত্যি! বিজ্ঞানীরা পৃথিবীর অষ্টম মহাদেশের সন্ধান পেয়েছে। তবে সেটা পানির নিচে।

বিজ্ঞানীরা এই ‘মহাদেশ’টির নাম দিয়েছেন জিল্যান্ডিয়া। এ নামকরণের একটি কারণও আছে। আবিস্কৃত মহাদেশটি দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের নিচে! নিউজিল্যান্ড এই মহাদেশের পানির ওপরে থাকা একমাত্র অংশ। বাকি সবটুকু পানির নিচে। আকারে এটি ভারতীয় উপমহাদেশের প্রায় সমান।

জিওলজিক্যাল সোসাইটি অব আমেরিকায় প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বিজ্ঞানীরা বলেন, জিল্যান্ডিয়ার আয়তন ৫০ লাখ বর্গকিলোমিটার, যা পার্শ্ববর্তী অস্ট্রেলিয়া মহাদেশের প্রায় দুই-তৃতীয়াংশের সমান। কিন্তু জিল্যান্ডিয়ার প্রায় ৯৪ শতাংশই তলিয়ে আছে সাগরের পানিতে। মাত্র অল্প কিছু অঞ্চল পানির ওপর মাথা তুলে আছে, যেমন নিউজিল্যান্ডের নর্থ ও সাউথ আইল্যান্ড এবং নিউ ক্যালেডোনিয়া। 

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!