• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

জনশূন্য রাখাইনে রোহিঙ্গা অধ্যুষিত ১৭৬ গ্রাম


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ১৪, ২০১৭, ১১:০৭ এএম
জনশূন্য রাখাইনে রোহিঙ্গা অধ্যুষিত ১৭৬ গ্রাম

কক্সবাজার: রাখাইনে রোহিঙ্গা অধ্যুষিত ৪৭১টি গ্রামের মধ্যে ১৭৬টি গ্রামই জনশূন্য বলে জানিয়েছেন মিয়ানমার সরকারের এক মুখপাত্র। এছাড়া, আরো ৩৪টি গ্রাম প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।

মিয়ানমার প্রেসিডেন্টের মুখপাত্র জাও হাতা বলেন, চলতি বছরের আগস্টে ৪৭১টি রোহিঙ্গা গ্রামকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ক্লিয়ারেন্স অপারেশন শুরু করে সেনাবাহিনী।

প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র জ হতয় এক বিবৃতিতে বলেন, রাখাইন রাজ্যের তিনটি শহরতলি এলাকায় সর্বমোট ৪৭১টি গ্রাম রয়েছে। এর মধ্যে ১৭৬টি গ্রাম এখন জনমানবশূন্য। অন্য ৩৪টি গ্রাম থেকেও কিছু কিছু রোহিঙ্গা পালিয়েছে। তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে প্রতিবেশী দেশগুলোতে।

তবে বিবৃতিতে রোহিঙ্গা শব্দটি নামটি ব্যবহার করেননি জ হতয়। তিনি আরও বলেন, পালিয়ে যাওয়া বাসিন্দারা মিয়ানমারে ফিরতে চাইলে অবশ্যই সবাইকে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না। যাচাইবাছাই করতে হবে। এরপরই মিয়ানমার কেবল তাদের গ্রহণ করতে পারে।

ইতিমধ্যে রোহিঙ্গা অধ্যুষিত ৪০ শতাংশ এলাকায় রোহিঙ্গাদের আর কোনো অস্তিত্ব নেই। জাতিসংঘ বলছে, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের হাত থেকে বাঁচতে এরইমধ্যে বেশিরভাগ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!