• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

জাবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু


জাবি প্রতিনিধি সেপ্টেম্বর ১৭, ২০১৭, ০৬:৪৮ পিএম
জাবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকল বিভাগ ও ইনস্টিটিউটের অংশ গ্রহণে ‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০১৭-১৮’ শুরু হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় স্পোটর্স কমিটির সভাপতি ও উপ-উপাচার্য (শিক্ষা) ড. আবুল হোসেন।

এ সময় তিনি শিক্ষা ও গবেষণার পাশাপাশি খেলাধুলায় জাবি শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ করে ভবিষ্যতে এই ধারাবাহিকতার উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কলা ও মানবিক অনুষদের ডীন ড. মো. মোজ্জাম্মেল হক, প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ ও শারীরিক শিক্ষা অফিসের পরিচালক জনাব হাবিবা ইয়াসমীন।

প্রতিযোগিতার প্রথম খেলায় প্রত্নতত্ত্ব বিভাগ ২-০ গোলে নৃবিজ্ঞান বিভাগকে পরাজিত করে। প্রথম দিনের অপর খেলায় ইংরেজি বিভাগ ১-০ গোলে বাংলা বিভাগকে পরাজিত করে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!