• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

 ‘ভালোবাসায় বুক ভাসায়ে’ গানটি চুরি করা`


বাবুল হৃদয় সেপ্টেম্বর ২৪, ২০১৭, ০১:১৯ এএম
 ‘ভালোবাসায় বুক ভাসায়ে’ গানটি চুরি করা`

ঢাকা:  ‌‌ও যখন নাটক বানায় তখন মনে হয় সিনেমা বানায়। যখন সিনেমা বানিয়েই ফেলেছে তখন একটা কিছু হয়েছে বলে আমার বিশ্বাস। আজকে ছবির গান প্রকাশের দিন।  ‘ভালোবাসায় বুক ভাসায়ে’ শিরোনামের গানটি  শুনেছি। গানটি মনে হয় ও লিখেনাই। চুরি করা গান।' 

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ‌ক্যাফে থার্টি থ্রি রেস্তোরা, বেইলী রোড, সন্ধ্যায়  ‘গহীন বালুচর’ ছবির অডিও প্রকাশনা অনুষ্ঠানে সৌদ-সূবর্ণাকে অভিবাধন জানাতে এসে মজা করে হাসতে হাসতে এ কথা বলেন নন্দিত নির্মাতা অনিশেষ আইচ।  তিনি বলেন, সত্যিই গানটি ভাল লেগেছে। আশাকরি সিনেমাটিও ভালো লাগবে।

নন্দিত অভিনেত্রী সূবর্না মুস্তাফার নান্দনিক উপস্থাপনা দিয়ে প্রকাশনা অনুষ্ঠান শুরু হয়।  সূবর্ণা বলেন,  দীর্ঘ টানা ১০মাসের কষ্টের ফসল ‌‌‌‌‘গহীন বালুচর'। যারা এই ছবিতে কাজ করেছেন সবাই কষ্ট সহ্য করেছেন, এরমধ্যে আমার বন্ধুরাও ছিলেন।  সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।'

ছবি নিয়ে তিনি বলেন, ‘আমি বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছি। দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতায় এটুকু বলতে পারি, ‘গহীন বালুচর’ সিনেমা খুব ভালো হয়েছে। ফটোগ্রাফি, গান, সম্পাদনা, দারুণ হয়েছে। সবাই খুব ভালো অভিনয় করেছেন। লোকেশন খুব সুন্দর। বাকিটা নির্ভর করছে দর্শকদের ওপর।’

এদিকে ‘গহীন বালুচর’ ছবির অডিও প্রকাশনা অনুষ্ঠানে সুবর্ণা ও সৌদের আমন্ত্রণে রেস্তোরাঁয় বসে তারার মেলা। সন্ধ্যার এই অনুষ্ঠানে এসেছেন নায়ক ফেরদৌস, কণ্ঠশিল্পী তপন চৌধুরী, তৌকীর আহমেদ, চিত্রলেখা গুহ, উত্তম গুহ, ওয়াহিদা মল্লিক জলি, অনিমেষ আইচ, আজাদ আবুল কালাম, বন্যা মির্জা, নিমা রহমান, দিনাত জাহান মুন্নী, সাব্বির, লিজা, ঐশী, শাহ আলম সরকার, ভাবনা, জিতু আহসান, শাহাদাৎ, শর্মীমালা, নীলা, তানভীর ও মুনসহ ছবির শিল্পী ও কলাকুশলীগন।

অনুষ্ঠানে অতিথিরা ছবির গানের ভূয়সি প্রশংসা করেন। ‘গহীন বালুচর’ সিনেমার সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। পাশাপাশি সিনেমার আবহ সংগীতের কাজও করেছেন তিনি। সিনেমার গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সাব্বির, লিজা ও ঐশী।

সম্প্রতি ‘গহীন বালুচর’ সিনেমার ‘ভালোবাসায় বুক ভাসায়ে’ গানটি ইউটিাুবে প্রকাশ হয়েছে। বাপ্পা মজুমদার ও দিনাত জাহান মুন্নীর গাওয়া গানটি এরই মধ্যে প্রশংসায় ভাসিয়েছে দর্শক-শ্রোতাদের। 

পরিচালনার পাশাপাশি ‘গহীন বালুচর’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন, গান লিখেছেন এবং সম্পাদনার কাজ করেছেন সৌদ। তিনি বলেন, ‘আমি প্রথম যেদিন সিনেমাটির কাজ শুরু করেছিলাম, সেদিন যেমন নার্ভাস ছিলাম, আজও একই অবস্থা। সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানাচ্ছি।’
সব শেষে দেখানো হয় ছবির দুটি ভিডিও গান ও ছবির টিজার। ততক্ষনে অনুষ্ঠান শেষের দিকে। সুন্দর কথা আর স্রুতিমধুর গায়কিতে গানদুটি যেন সবার মনে ধরেছে। উপস্থিত সবাই করতালির মধ্যেদিয়ে জানান দিল সেই ভালোলাগার।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!