• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ইউজিসি চেয়ারম্যানের নামে উপাচার্যদের কাছে টাকা দাবি


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৭, ২০১৭, ০৬:০১ পিএম
ইউজিসি চেয়ারম্যানের নামে উপাচার্যদের কাছে টাকা দাবি

ঢাকা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের নাম ব্যবহার করে উপাচার্যদের কাছে অজ্ঞাতনামা এক ব্যক্তি আর্থিক সহায়তা চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৭ অক্টোবর) ইউজিসির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি পাঠিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের নাম ব্যবহার করে তার নিকট আত্মীয়দের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চাওয়া হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে কোনও এক অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে টাকা চাইছেন।

অজ্ঞাত ব্যক্তির টাকা চাওয়ার খবর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ফোন করে ইউজিসি’কে জানানো হয়। তাই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে কমিশন। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে— বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কাউকে টাকা চাইতে বলেননি। এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এতে ইউজিসি চেয়ারম্যান ও কমিশনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে।

আগামীতে কমিশনের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তা-কর্মচারীর নামে কেউ আর্থিক বা কোনও সহায়তা চাইলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানাতে অনুরোধ করা হয়েছে।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!