• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

সরকার নমনীয়, সোহরাওয়ার্দী পেল বিএনপি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১০, ২০১৭, ০২:২৪ পিএম
সরকার নমনীয়, সোহরাওয়ার্দী পেল বিএনপি

ঢাকা : আগামী রোববার (১২ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সমাবেশটির আয়োজন করেছে দলটি।

বুধবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল এবং প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির উদ্যোগে যে জনসভার আহ্বান করা হয়েছে। এতে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়ে বলেছেন, শনিবারের এই জনসভায় সরকার সর্বাত্মক সহযোগিতা করবে, এমনটাই প্রত্যাশা করে বিএনপি।

বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরীর নেতাদের সঙ্গে আয়োজিত যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের মহাসচিব।

মির্জা ফখরুল আরো বলেন, আগামী রোববার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন। কীভাবে জনসভা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করা যায়, তা নিয়ে আজকের সভায় আলোচনা হয়েছে। তিনি বলেন, সরকার সব সময় বলে থাকে, তারা গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেয় না। এমনকি গতকাল তাদের একজন নেতা বলেছেন যে, এ ধরনের সমাবেশে তাদের কোনো বাধা নেই। আমরা আশা করব, তাদের কথাগুলো সত্যি হবে এবং সরকার সহযোগিতা করবে।

অন্যদিকে ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। এ নিয়ে কোনো বিশৃঙ্খলা করলে ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা করা হবে। তবে কোনো বিশৃঙ্খলা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।’

তিনি বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক বলেই বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন- আওয়ামী লীগ গণতন্ত্র চর্চা করে বলেই বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে সাথে নিয়ে অংশ নিতে চায় আওয়ামী লীগ।

বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ। তিনি বলেছেন, তবে সেখানে কোনো হাঙ্গামা করলে জনগণ মেনে নেবে না। গত বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লবে ‘পৌর বর্জ্য ব্যবস্থাপনার আইনি কাঠামো ও বর্জ্যজীবীদের জীবন’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

যথাসময়ে জনসভার অনুমতি দেবে এমন আশা ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, এখন পর্যন্ত কোনো অনুমতি পাওয়া যায়নি। আমরা আশা করছি, সরকার যথাসময়ে ১২ তারিখের জনসভার অনুমতি দেবে এবং সমাবেশ যে গণতান্ত্রিক অধিকার, তা পালনে সরকার সহযোগিতা করবে। তিনি বলেন, মঙ্গলবার তাদের (ক্ষমতাসীন দল) একজন নেতা বলেছেন যে, তারা বাধা দেননি এবং এই ধরনের সমাবেশে কোনো বাধা নেই। আমরা আশা করব যে, তাদের এই কথাগুলো যেন সত্য প্রমাণ হয়।

মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমরা ঠিকভাবে পালন করতে পারিনি। কারণ কমনওয়েথ পার্লামেন্টারি কনফারেন্সের কথা বলে আমাদেরকে অনুমতি দেয়া হয়নি। আমরা আশা করব যে, এই সমাবেশের অনুমতি যথা সময়ে দেবেন। আমাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে সরকারের কাছ থেকে আমরা সেই সহযোগিতা পাব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, সিনিয়ির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, হারুনুর রশীদ, কেন্দ্রীয় নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, আবুল কালাম আজাদ সিদ্দিকী, আবদুস সালাম আজাদ, ঢাকা জেলার সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, মুন্সিগঞ্জের আবদুল হাই, কামরুজ্জামান রতন, টাঙ্গাইলের শামসুল আলম তোহা, মানিকগঞ্জের মইনুল ইসলাম শান্ত, গাজীপুরের ফজলুল হক মিলন, কাজী সাইয়্যেদুল আলম বাবুল, হাসানউদ্দিন সরকার, নরসিংদীর খায়রুল কবীর খোকন, নেসারউদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া দলের অঙ্গ-সংগঠনের মধ্যে মহানগর দক্ষিণ কাজী আবুল বাশার, উত্তরের মুন্সি বজলুল বাসিত আনজু, স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, যুব দলের মোরতাজুল করিম বাদরু, নুরুল ইসলাম নয়ন, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, জাসাস অধ্যাপক মামুন আহমেদ, হেলাল খান, মুক্তিযোদ্ধা দলের আবুল হাশেম, মহিলা দলের সুলতানা আহমেদ, কৃষক দলের নাজিম উদ্দিন মাস্টার, উলামা দলের হাফেজ আবদুল মালেক, শাহ নেসারুল হক, ছাত্র দলের রাজীব আহসান, মৎস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, তাঁতী দলের আবদুল কালাম আজাদ প্রমুখ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!