• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ঢাকা ১৫ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী নায়িকা মুনমুন?


বাবুল হৃদয় জুন ৩০, ২০১৮, ০৬:২৩ পিএম
ঢাকা ১৫ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী নায়িকা মুনমুন?

নায়িকা মুনমুন

ঢাকা: সাদা লাল রঙ্গের শাড়ি পরা, গায়ে চাদর জড়ানো, চোখে কালো চশমা। নেতাদের মতো আকাশের দিকে চেয়ে সাদা কবুতর উড়াচ্ছেন। এমনি একটি ছবি পোস্টারে দেখা গেছে এক সময়ের দাপুটে নায়িকা মুনমুনকে। সেখানে লেখা, ‘আসন্ন সংসদ নির্বাচন ২০১৮ ঢাকা ১৫ আসন থেকে স্বতন্ত্র পদপ্রার্থী মহারানী ভিক্টোরিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।’

আপনাদের সহযোগীতা ও সমর্থন অনুপ্রেরনার সঙ্গী। সম্প্রতি তার ফেসবুকে এমন একটি নির্বাচনের পোস্টার নজন কেড়েছে অনেকের। রহস্য ঘেরা এই পোস্টার নিয়ে কথা বলতে গেলে একরাশ হাসি হেসে মুনমুন সোনালীনিউজকে বলেন, আরে না, আমি কিসের নির্বাচন করবো? আমি একটি নতুন সিনেমা করছি ‘রাগী’ নামে আগে কিছু কাজ হয়েছিল, মাঝে নানা ঝামেলায় বন্ধ হয়ে যায়। এখন আবার শুরু করতে যাচ্ছি। প্রচারের জন্য এই অভিনব পদ্ধতি।  এই পোস্টারটি ছবির প্রচারণার অংশ।’

‘রাগী’ ছবিতে মুনমুন ইতিবাচক চরিত্র নয়, নেতিবাচক চরিত্রেই অভিনয় করছেন। তার উপরেই গল্পটি। তিনি বলেন, ‘আমি এই ছবির মূলত খল নায়িকা। সবার সামনে আমি অনেক পজেটিভ কিন্তু আড়ালে কি তা এখন আর বলব না। 

ছবির শুটিংয়ের কি খবর জানতে চাইলে মুনমুন বলেন, ‘এরই মধ্যে ছবির সত্তর শতাংশ শুটিং শেষ হয়েছে। আগামী সপ্তাহে ছবির শুটিং শুরু হচ্ছে। পাবনায় আগামী ৬ তারিখ থেকে টানা ১৬ তারিখ পর্যন্ত শুটিং করার কথা রয়েছে। সেখানে আমার বাড়ির অংশের শুটিং করার কথা। ’

মুনমুন আরো বলেন, ‘আমি রাজনীতি করি না। অভিনয় শিল্পী হিসেবে অনেক ভালো আছি। ভালো মানের কাজ পেলে সারাজীবন অভিনয় করতে চাই। ’ মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ ছবিতে আরো অভিনয় করছেন নবাগত নায়ক আবির, মুনমুন, মিশা সওদাগর প্রমুখ।

ঢালিউড চলচ্চিত্রে সুপারহিট চিত্রনায়িকা মুনমুন। ঢাকাই সিনেমায় আলোড়ন তুলেছিলেন রূপ আর সাহসিকতার গুণে। ১৯৯৬ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তার। ক্যাপ্টেন এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’সিনেমায় প্রথম কাজ করেন তিনি। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এরপর ‘টারজান কন্যা’, ‘মৃত্যুর মুখে’, ‘রাজা’, ‘মরণ কামড়’, ‘রানী ডাকাত’, ‘আজকের সন্ত্রাসী’সহ অসংখ্য সুপারহিট সিনেমায় অভিনয় করেন মুনমুন।

বর্তমান সময়ের দেশ সেরা নায়ক শাকিব খানের প্রথম ব্যবসাসফল সিনেমার নায়িকাও ছিলেন মুনমুন। সিনেমাটির নাম ‘বিষে ভরা নাগীন’। এ পর্যন্ত তার অভিনীত চলচ্চিত্র সংখ্যা ৮৮টি। যার বেশির ভাগই ছিল ব্যবসাসফল। 


সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!