• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

গাড়ির চালকদের উদ্দেশ্যে যা বললেন সাব্বির


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ৩, ২০১৮, ০৭:৪৫ পিএম
গাড়ির চালকদের উদ্দেশ্যে যা বললেন সাব্বির

ফাইল ফটো

ঢাকা: সড়কে প্রতিদিনই ঝরছে প্রাণ। বেপরোয়া চালকদের কারণে মহাসড়ক পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। গত রোববার রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা এলাকায় জাবালে নূর বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী মারা যায়। এরপর থেকেই স্কুলের শিক্ষার্থীরা আন্দোলনে নামে ৯ দফা দাবি নিয়ে।

টানা কয়েক দিনের আন্দোলনে অচল হয়ে পড়েছে রাজপথ। চলছে না গণপরিবহন। শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ির চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ যাবতীয় কিছু চেক করেছে। যে কাজ পুলিশের করার কথা ছিল, সেই কাজ করেছে কোমলমতি শিক্ষার্থীরা। মানুষ পায়ে হেঁটে কর্মস্থলে গিয়েছে। তবুও কেউ বিরক্ত হননি।

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন তারকারা। ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান আন্দোলনকারীদের পাশে থাকার কথা বলেছেন। শুক্রবার বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান সাব্বির রহমান চালকদের প্রতি অনুরোধ জানিয়েছেন, বেপরোয়াভাবে গাড়ি না চালাতে।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সাব্বির লিখেছেন, 'আসসালামু আলাইকুম সবাইকে। দয়া করে মেনে চলুন। সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় বাস দ্বারা ছাত্র-ছাত্রীর নিহতের ঘটনায় খুবই মর্মাহত হয়েছি। সকল ড্রাইভারদের প্রতি বলছি, বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কাউকে স্বজনহারা করবেন না। জীবনের চেয়ে দামী কিছু নেই। দোয়া রইলো সকলের প্রতি।'

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!