• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আমেরিকাকে ভয় পাওয়ার কিছু নেই


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২৭, ২০১৮, ০৮:১৭ পিএম
আমেরিকাকে ভয় পাওয়ার কিছু নেই

ঢাকা : যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সম্পর্ক সাম্প্রতিক সময়ে আরো পড়তির দিকে। সেই পরিস্থিতিতেই আমেরিকা সম্পর্কে আবারও নেতিবাচক মন্তব্য করলেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) তিনি বলেন,‘আমেরিকা বিচ্ছিন্ন একটি দেশ। এছাড়া দেশটি এখন সব দেশের দুশ্চিন্তার কারণ।’

পাশাপাশি আরো যোগ করে তিনি বলেন,‘আমেরিকার হুমকিকে ভয় পাওয়ার কিছু নেই। এটা আজ পরিষ্কার যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবার থেকে বিচ্ছিন্ন। সেই সঙ্গে আমেরিকাও একা হয়ে পড়েছে।’

প্রসঙ্গত, জাতিসংঘের সাধারন সম্মেলনে একপ্রকার বাকযুদ্ধ লেগে যায় হাসান রুহানি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে। এর একদিন পর সংবাদ সম্মেলনে এসব কথা বললেন রুহানি।আমেরিকাকে সতর্ক করে হাসান রুহানি আরও বলেন, ‘ট্রাম্পের আমাদের ব্যাপারে নাক না গলালেও চলবে। বিশ্ব নেতারাও আজ ট্রাম্পের মতের সঙ্গে আর একমত না।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!