• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আমি জানতে চাই বিএনপির প্রধানমন্ত্রী কে হবেন?


এম সুজন আকন, স্পেশাল করেসপন্ডেন্ট নভেম্বর ১৫, ২০১৮, ১১:০৯ এএম
আমি জানতে চাই বিএনপির প্রধানমন্ত্রী কে হবেন?

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- ‘আমি জানতে চাই বিএনপির প্রধানমন্ত্রী কে হবেন?’

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দেশবাসির কাছে এ প্রশ্ন করেন। সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপ করতে এ সংবাদ সম্মেলন ডাকেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এসময় তিনি বলেন- ‘আমি জানতে চাই- জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন নাকি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রধানমন্ত্রী কে হবেন?’

ওবায়দুল কাদের বলেন, একাদশ নির্বাচন আর পেছানোর পক্ষে নই আমরা। আওয়ামী লীগ নির্বাচন ১ মিনিটও পেছানোর পক্ষে নয়।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব-আপনারা ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন করুন। কারও কথায় নির্বাচন পেছানোর সুযোগ নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পর্যবেক্ষক না আসার দোহাই দিয়ে নির্বাচন পেছানোর দাবি সম্পূর্ণ অযৌক্তিক ও অবান্তর।

সংবাদ সম্মেলনে বুধবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের নিন্দা জানান তিনি।

ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেন, শান্তিপূর্ণ নির্বাচন চাইলে সংঘাত থেকে দূরে থাকুন।

প্রসঙ্গত, নির্বাচন পেছানোর দাবিতে বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্ট নেতারা। বৈঠক শেষে বেরিয়ে এসে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন ড. কামাল।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!