• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মাশরাফির রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ে ওয়ার্নারের সিলেট


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০১৯, ০৬:৫৪ পিএম
মাশরাফির রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ে ওয়ার্নারের সিলেট

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে ১৮তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে সতর্ক সূচনা করেছে স্বাগতিক সিলেট সিক্সার্স। বুধবার (১৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্বান্ত নিয়েছেন চ্যাম্পিয়ন রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা।

বিপিএলের চলতি আসরে রংপুর রাইডার্স এখনও অবধি মাঝামাঝি একটা জায়গায় রয়েছে। দলটি শুরুটা করেছিল হার দিয়ে। মাঝে দুটি ম্যাচ জিতে আবার দুটিতে হেরেছে। পাঁচ ম্যাচে দুই জয়ের বিপরীতে তিন পরাজয়। ঠিক মাশরাফি বিন মুর্তজার দল পুরোপুরি ছন্দে নেই। ঢাকা পর্বের শেষ ম্যাচে রাজশাহী কিংসের কাছে ৫ রানে হেরেছিল রংপুর। আগের ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে ২ রানে হারে মাশরাফির দল। অথচ দুটো ম্যাচেই জয়ের পথে ছিল তারা। কিন্তু শেষ করে আসতে পারেনি।

আজকের ম্যাচে দুদলের জন্য জয় গুরুত্বপূর্ণ। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে জয়ে ফিরতেই হবে ক্রিস গেইল-মাশরাফিদের। সিলেটের সামনেও জয়ের বিকল্প নেই। কারণ ঘরের মাঠে প্রথম ম্যাচে তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে গেছে। চার ম্যাচের তিনটিতেই হেরে চাপ সিলেট। সেই ধাক্কা সামলে উঠতে ফের মাঠে নেমেছে সিলেট।

সিলেট সিক্সার্স একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, জাকের আলি, নিকলাস পুরান, সাব্বির রহমান, অলক কাপালি, সোহেল তানভীর, সন্দ্বীপ লামিচানে, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান রানা।

রংপুর রাইডার্স একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, মেহেদি মারুফ, রিলে রুশো, বেনি হাওয়েল, নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, সোহাগ গাজী এবং শফিউল ইসলাম।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!