• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডে ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারবেন মাশরাফিরা?


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১১, ২০১৯, ০৯:১৯ পিএম
নিউজিল্যান্ডে ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারবেন মাশরাফিরা?

ফাইল ছবি

ঢাকা: ২০০১ সাল থেকে নিউজিল্যান্ড সফর করছে বাংলাদেশ। প্রতিবারই ফিরতে হয়েছে রিক্ত হাতে। এবার চিত্রটা কী বদলাবে? ক্রিকেটাররা প্রতিশ্রুতি দিয়েছেন ভালো কিছু করার। এখনো অবধি নিউজিল্যান্ডের মাটিতে কোনো জয় নেই বাংলাদেশের। বুধবার (১৩ ফেব্রুয়ারি) নেপিয়ারে শুরু হচ্ছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। তাঁর আগে আলোচনা একটাই এবার অধরা জয়ের দেখা মিলবে তো? এই প্রশ্নের উত্তর সময়ের হাতেই ছেড়ে দেওয়া ভালো।

ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড একে অপরের মুখোমুখি হয়েছে ২৬ বার। ২১টিতে জিতেছে নিউজিল্যান্ড। পাঁচটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এর সবগুলোই ঘরের মাঠে। বাংলাদেশ-নিউজিল্যান্ড মোট সাতটি টেস্ট সিরিজ হয়েছে। এর মধ্যে একটি ছাড়া বাকি সবগুলো ছিল দুই টেস্টের সিরিজ। বাংলাদেশ একটা সিরিজও জিতে পারেনি। ঘরের মাঠে এক সিরিজে ড্র করাই বড় সাফল্য।

বিপিএল খেলে কয়েকটি ভাগে ভাগ হয়ে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ২ উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে রানে ফিরেছেন বিপিএলে রানখরায় ভুগতে থাকা মাহমুদউল্লাহ। সাব্বির রহমানও রান পেয়েছেন। ছন্দে থাকা মুশফিকুর রহিম নিউজিল্যান্ডেও সেটা ধরে রেখেছেন।

তবে বাংলাদেশকে বড় ধাক্কা দিয়েছে সাকিব আল হাসানের চোট। নিশ্চিতভাবেই তাঁর অভাব বোধ করবে দল। সাকিব-তামিমকে ছাড়াও যে বাংলাদেশ পারে সেটি দেখা গিয়েছে এশিয়া কাপে। এই দুজনকে ছাড়াই বাংলাদেশ উঠে গিয়েছিল ফাইনালে।

নিউজিল্যান্ডের কণ্ডিশন ভিন্ন। এখানে মানিয়ে নেওয়াটা কঠিন। আর এ কারণেই কোচ স্টিভ রোডস নিউজিল্যান্ডের বিমান ধরার আগে বলেছিলেন,‘ বাংলাদেশ দল কী অবস্থায় আছে সেটা নিউজিল্যান্ড সফরেই একটা ধারণা পাওয়া যাবে।’ সেই ধারণা পাওয়ার অভিযান শুরু হবে বুধবার থেকে। এখন দেখাই যাক, অতীতের ব্যর্থতা মাশরাফির বাংলাদেশ ঘোচাতে পারে কি-না।

নিউজিল্যান্ড সফরের সূচি:
ওয়ানডে সিরিজ:
প্রথম ওয়ানডে, ১৩ ফেব্রুয়ারি-নেপিয়ার, সকাল ৭টা
দ্বিতীয় ওয়ানডে, ১৬ ফেব্রুয়ারি-ক্রাইস্টচার্চ, ভোর ৪টা
তৃতীয় ওয়ানডে, ২০ ফেব্রুয়ারি-ডানেডিন, ভোর ৪টা

টেস্ট সিরিজ:
প্রথম টেস্ট, ২৮ ফেব্রুয়ারি–৪ মার্চ, হ্যামিল্টন, ভোর ৪টা
দ্বিতীয় টেস্ট, ৮–১২ মার্চ, ওয়েলিংটন, ভোর ৪টা
তৃতীয় টেস্ট, ১৬–২০ মার্চ, ক্রাইস্টচার্চ, ভোর ৪টা

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!