• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের জার্সিতে অভিষেকের অপেক্ষায় নতুন ‘শোয়েব আখতার’


ক্রীড়া ডেস্ক মার্চ ১০, ২০১৯, ০৬:০৫ পিএম
পাকিস্তানের জার্সিতে অভিষেকের অপেক্ষায় নতুন ‘শোয়েব আখতার’

ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতির ঝড় তুলে ক্রিকেট দুনিয়ায় হৈ চৈ ফেলে দিয়েছেন মোহাম্মদ হাসনাইন। এরইমধ্যে এই তরুণ পেসারকে নতুন ‘শোয়েব আখতার’ ভাবতে শুরু করেছে পাক সমর্থকরা। এবার পাকিস্তানের জার্সিতে অভিষেক হতে চলেছে হাসনাইনের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৬ সদস্যের সেই দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ হাসনাইন। পিএসএলের পর এবার আন্তর্জাতিক ক্রিকেটেও নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন পাকিস্তানের নতুন ‘শোয়েব আখতার’। সুযোগ পেয়েই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরার প্রতিশ্রুতি দিলেন পাক সিন্ধুর এই তরুণ পেসার।

মোহাম্মদ হাসনাইন বলেন, ‘পাকিস্তানের হয়ে খেলা আমার স্বপ্ন। পাকিস্তান জাতীয় দলে সুযোগ পেয়ে আমি শিহরিত ও রোমাঞ্চিত। দেশের হয়ে ম্যাচ জিততে চাই। খেলতে পেলে সর্বোচ্চটা নিংড়ে দেব। এখন জয়ই আমার ধ্যানজ্ঞান।’

হাসনাইনের জন্ম পাকিস্তানের সিন্ধু প্রদেশের হায়দরাবাদ শহরে, ২০০০ সালের ৪ এপ্রিল। প্রথম শ্রেণির ক্রিকেটে তার অভিষেক ঘটে ২০১৮ সালের ১ সেপ্টেম্বর। পাকিস্তান টেলিভিশনের হয়ে ২০১৮-১৯ কায়েদ-ই-আজম ট্রফিতে খেলে আবির্ভাবের বার্তা দেন তিনি। সেই সুবাদে দল পেয়ে যান পিএসএলে। কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলছেন হাসনাইন।

নতুন শোয়েব আখতার ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বোলিং করতে পারেন! এই তরুণ পাকিস্তানি ক্রিকেটমহলে নতুন আশার সঞ্চার করেছেন। তাকেই শোয়েব আখতার ভাবতে শুরু করেছে পাক সমর্থকরা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যিনি এখন আকর্ষের কেন্দ্রে। তাঁর গতি মনে করাচ্ছে শোয়েব আখতারকে। কমবয়সী এই পেসার পাক ক্রিকেটে ঝড় তুলেছেন। হাসনাইনের বয়স মাত্র ১৮ বছর। তাঁকে ইতিমধ্যে বোলিং বিস্ময় বলতে শুরু করেছেন অনেকে।

পিএসএলে চার ম্যাচে শিকার করেছেন ৫ উইকেট। উইকেট কম পেলেও বিদ্যুৎগতি, নিখুঁত লাইন-লেন্থ, সর্পিল সুইং, স্লোয়ার, ভয়ংকর বাউন্সার, ডেথ ওভারে ব্লক হোলে দুর্দান্ত ইয়র্কার মারার সক্ষমতা দেখিয়েছেন তিনি। হাসনাইনের বোলিংয়ের লাইন-লেন্থ-এর প্রশংসা করছেন বিশেষজ্ঞরা। তা ছাড়া ভয়ংকর বাউন্সার করছেন তিনি। ডেথ ওভারে ব্লক হোলে দুর্দান্ত ইয়র্কার করার জন্যও প্রশংসা কুড়িয়েছেন। তবে এসব ছাপিয়ে যাচ্ছে তাঁর গতি। পিএসএলের এক ম্যাচে তিনি একটি ডেলিভারি করলেন যার গতি ঘণ্টায় ১৫১ কিলোমিটার। পিএসএলে এখনও পর্যন্ত ১৫০ কিমি প্রতি ঘণ্টার বেশি জোরে কেউ বোলিং করতে পারেননি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!