• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

দুর্বৃত্তদের ছোঁড়া পাথরে কুমিল্লায় উপকূল এক্সপ্রেসে দুই যাত্রী আহত


কুমিল্লা প্রতিনিধি অক্টোবর ১৬, ২০২১, ১২:৩৩ পিএম
দুর্বৃত্তদের ছোঁড়া পাথরে কুমিল্লায় উপকূল এক্সপ্রেসে দুই যাত্রী আহত

ছবি : সংগৃহীত

কুমিল্লা : কুমিল্লায় উপকূল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের ছোঁড়া পাথরের আঘাতে এক শিশুসহ দুই যাত্রী আহত হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার বানাশুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী গামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকা-চট্টগ্রাম রেল সড়ক দিয়ে কুমিল্লার বানাশুয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। এতে ৬০১৭ নম্বর বগির জানালার গ্লাস ভেঙে পাথর ভিতরে ঢুকে যায়। এ সময় পাথরের আঘাতে ট্রেন যাত্রী শিশু নুসরাত জাহান মুন (৮) ও কামরুল হাসান মিরু (৫০) আহত হন।

যাত্রীরা ট্রেনের এটেনডেন্ট বদিউল আলমকে জানালে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করেন। এরপর ট্রেনটি লাকসাম পৌঁছালে যান্ত্রিক বিভাগের কর্মচারীরা ক্ষতিগ্রস্ত গ্লাসের ওপর একটি কাগজ লাগিয়ে দেন।

আরও পড়ুন - নারায়ণগঞ্জে প্রেমে বাধা দেওয়ায় বাবার বিরুদ্ধে মেয়ের জিডি

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি শুনেছি। এ বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!