• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের জেরে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা


পাবনা প্রতিনিধি ডিসেম্বর ৯, ২০২১, ১২:৩৮ পিএম
প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের জেরে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ছবি : শুভ দাস

পাবনার : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চাটমোহরে আত্মহত্যা করেছে শুভ দাস (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী। পুলিশ জানিয়েছে, প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের জেরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ওই শিক্ষার্থী।

পুলিশ আরও জানায়, মৃত্যুর আগে শুভ দাস তার নিজের ফেসবুক প্রোফাইলে বেশ কয়েকটি ছবি ও হিন্দি সিনেমার আংশিক ভিডিও পোস্ট দেন। এর মধ্যে সর্বশেষ সে তার প্রোফাইল পিকচারটিতে ‘দ্য এন্ড’ ক্যাপশন লিখে পরিবর্তন করে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাটমোহর পৌর সদরের ছোটশালিখা (নতুন বাজার) মহল্লায় এ ঘটনা ঘটে। শুভ দাস ওই এলাকার সুব্রত দাসের ছেলে এবং চাটমোহর সরকারি কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

জানা যায়, শুভ’র বাবা সুব্রত দাস ডেকোরেটর ব্যবসার সঙ্গে জড়িত। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে তিনি নিজের দোকানে যান। শুভর মা শুভ্রা দাস বাড়ির পাশে বাজারে বাড়ির কেনাকাটা করতে যান। সন্ধ্যার পর শুভর মোবাইলে তার বাবা কল করলে কোনো সাড়া না পেয়ে বাড়িতে এসে দেখে বাড়ির গেট ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করে ছেলের কোনো সাড়াশব্দ পান না তিনি। এর মধ্যে বাজার থেকে ফেরেন শুভর মা।

দু’জনে মিলে অনেক ডাকাকাকি করে না পেয়ে মই বেয়ে গেটের উপর দিয়ে বাড়ির ভেতরে যায় বাবা সুব্রত দাস। এ সময় ঘরের আড়ার সঙ্গে ছেলেকে গলায় মাফলার পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করে। স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একই এলাকার জনৈক এক তরুণীর সঙ্গে শুভর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের দু’জনের মধ্যে মনোমালিন্য হয়। এর কারণে শুভ ক্ষোভে গত ২৭ নভেম্বর ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

এ বিষয়ে জানতে চাইলে থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‌‘হাসপাতালে শুভ নামের এক তরুণের লাশ এসেছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি বিষয়টি প্রেমঘটিত। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!