• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সেনবাগে অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি


নোয়াখালী প্রতিনিধি জুন ৮, ২০২২, ০৩:২৫ পিএম
সেনবাগে অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কানকিরহাট নামার বাজারের আরএস টাওয়ারে অগ্নিকান্ড

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী বানিজ্য কেন্দ্র কানকিরহাট নামার বাজারের আরএস টাওয়ার নামক একটি মার্কেটে অগ্নিকান্ডের ঘটনার ঘটেছে। এতে শীতল রেফ্রিজারেটর নামক একটি দোকান পুড়ে সম্পূর্ন ছাঁই হয়ে যায় । এসময় পাশ্চবর্তী আরো ৭টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রায় ১০লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের।

ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বুধবার (৮ জুন) ভোর সাড়ে ৪টার দিকে  সেনবাগ উপজেলার কানকিরহাট নামার বাজার আর.এস টাওয়ারে। অগ্নিকান্ডের খবর পেয়ে সেনবাগ ফায়ার স্টেশনের দুইটি ও নোয়াখালী এবং বেগমগঞ্জ ফায়ার ষ্টেশনের একটি করে ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক শার্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে ফায়ার সার্ভিসের।

ক্ষতিগ্রস্থ অপর ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছেঃ পাশ্ববর্তী আইটি উইন্ড নামক একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার, ক্রীয়েটিভ কম্পিউটার সার্ভিসিং সেন্টার, ইভা টেলিকম, মায়ের দোয়া ইলেকট্রনিক্স, তানিশা ইলেট্রনিক্স ওয়াটন শো রুম, মুন ইলেট্রনিক্স জননী ফার্মেসী ও মধু মেলা মিষ্টির দোকান ক্ষতিগ্রস্থত হয়।

সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জানায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে আর.এস টাওয়ারে অবস্থিত সোস্যাল ইসলাসী ব্যাংকের এক কর্মচারী মার্কেট থেকে ধোয়া বের হতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে। এসময় ধোয়ায় চারিদিকে অন্ধকার হয়ে গেলে কোন দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছে তা সনাক্ত করতে দমকল কর্মীদের বেশ বেগ পেতে হয়। পরবর্তীতে নোয়াখালী, বেগমগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীদের সহয়োগীতায় আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ওই ভবনে আন্ডার গ্রাউন্ডে ছিলো গাড়ির পাকিং গ্যারেজ, প্রথম তলায় বিভিন্ন কোম্পানীর শো রুম ও ব্যবসা প্রতিষ্ঠান এবং দ্বিতীয় ও তৃতীয় তলায় ছিলো ব্যাংক বীমা সহ আবাসিক বসতঘর। তাদের র্দীর্ঘ চেষ্ঠায় আগুণ নিয়ন্ত্রনে আসায় বড় দরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

সোনালীনিউজ/জিএ/এসআই 

Wordbridge School
Link copied!