• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

নীলফামারী বাইপাসে ঝুঁকিপূর্ণ ৪০ বাঁক


নীলফামারী প্রতিনিধি ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১০:৪৬ এএম
নীলফামারী বাইপাসে ঝুঁকিপূর্ণ ৪০ বাঁক

নীলফামারী: নীলফামারী জেলা শহরের বাইপাস সড়কে ৪০ বাঁকের কারণে যানবাহন চালকদের প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আঁকাবাঁকার কারণে বাইপাস সড়কটি ব্যবহার না করে শহরের মাঝ পথ দিয়ে অনেক যানবাহন চলাচল করছে। এতে করে শহরে যানজটসহ বাড়ছে দুর্ঘটনা।

নীলফামারী সড়ক ও জনপথ (সওজ) বিভাগ তিন বছর আগে ২৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে নীলফামারী কালিতলা থেকে নতুন পুলিশ লাইন পর্যন্ত ৭ দশমিক ৭৪ কিলোমিটার বাইপাস সড়কটি নির্মাণ করে। এই বাইপাস সড়কের ৪০টি মোড়ের দুই ধারে রয়েছে অনেক বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। যে কারণে যানবাহনগুলোকে এঁকে বেঁকে চলাচল করতে হচ্ছে। আঁকাবাঁকা সড়কের কারণে ধীরগতিতে চলাচল করতে হয় যানবাহনগুলোকে। এতে করে সময়ের অপচয় হয়। বাইপাস সড়কের বাদিয়ার মোড় এলাকার বাঁকটি এতটাই ভয়াবহ যে সামনের সড়ক দেখা যায় না। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।

ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির জানান, বাইপাস সড়কটিতে অসংখ্য বাঁক রয়েছে। এ কারণে ভারী যানবাহন বাইপাস সড়ক ব্যবহার করছে না। তারা শহরের মাঝ দিয়ে যাতায়াত করায় দুর্ঘটনা বাড়ছে।

জেলা শহরের তোহা ক্লাসিক কোচের মালিক আবু তাহের বলেন, আমরাও চাই শহরটি যানজট মুক্ত হোক। কিন্তু বাইপাস সড়কে যতগুলো বাঁক পার হতে হয় তাতে বড় গাড়ির যাতায়াত কোনোভাবেই সম্ভব নয়। তাই দ্রুত সড়কটি সোজা ও প্রশস্ত করা দরকার।

নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম বাইপাস সড়কে অনেক বাঁক থাকার কথা স্বীকার করে বলেন, এটি সোজা করতে গেলে প্রায় ৮ দশমিক ৪ একর জমির প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি দ্রুত এ সমস্যার সমাধান হবে।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!