• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কুয়াশার চাদরে ঢাকা ভোলা


ভোলা প্রতিনিধি  জানুয়ারি ২৩, ২০২৪, ০৬:৪৫ পিএম
কুয়াশার চাদরে ঢাকা ভোলা

ছবি প্রতিনিধি

ভোলা: ঘন কুয়াশা আর তীব্র শীতে কাঁপছে ভোলা। শীতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নারী ও শিশুরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। ছড়িয়ে পড়ছে শীতজনিত নানান রোগ।

কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যানবাহন চলাচলে বিঘ্নের সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও আবার ডুবোচরে আটকে পড়ছে নৌযান। সড়ক পথে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করছে।

এদিকে, বেলা বাড়লেও যেন সুর্যের দেখা পাওয়াই ভার। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দিনমজুরদের জীবনে নেমে এসেছে দুর্ভোগ। কাজে যেতে না পারায় অনেকেই সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছেন। নদী তীরবর্তী দুর্গম চরাঞ্চলে শীতের তীব্রতা অনেক বেশি। ফলে বিপন্ন মানুষগুলো শীতে নাকাল হয়ে পড়েছেন। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করলেও যেন তাদের ভোগান্তির শেষ নেই।

ওয়াইএ

Wordbridge School
Link copied!