• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

হিলিতে উত্তেজনাকর ওষুধ বিক্রির অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা


হিলি (দিনাজপুর) প্রতিনিধি ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০৭:৫৬ পিএম
হিলিতে উত্তেজনাকর ওষুধ বিক্রির অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা

ছবি প্রতিনিধি

হিলি: দিনাজপুরের হিলিতে একটি দোকানে নিষিদ্ধ পানি বিক্রি করার অপরাধে শরিফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমিন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার সময় উপজেলার ডাংগাপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ পানি টাসসহ বিভিন্ন উত্তেজনা ওষুধ মোট ৩৬০ বোতল জব্দ করা হয়।

হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমিন বলেন, উপজেলা ডাংগাপাড়া বাজারের একটি দোকানে উত্তেজনাকর ওষুধ বিক্রি চলছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এসময় ৩৬০টি টাস ও অন্যান্য নামের উত্তেজনা ওষুধ জব্দ করা হয়।

ওয়াই

Wordbridge School
Link copied!