• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

এখনও নিয়ন্ত্রণে আসেনি সুপারবোর্ড কারখানার আগুন


মুন্সিগঞ্জ প্রতিনিধি: মার্চ ২৪, ২০২৪, ০৭:৪৬ পিএম
এখনও নিয়ন্ত্রণে আসেনি সুপারবোর্ড কারখানার আগুন

মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় টি কে গ্রুপের মালিকানাধীন সুপার বোর্ড কারখানার আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। রোববার (২৪) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। 

গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। প্রথমে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট অগ্নি নির্বাপনে কাজ শুরু করি। পরে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আরও আটটি ইউনিট অগ্নিনির্বাপণে যোগ দেয়। ভেতরে দাহ্য পদার্থ থাকায় অগ্নিনির্বাপণে সমস্যা হচ্ছে। 

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে কারখানাটির পাটের গোডাউনে আগুন দেখতে পান কর্মরত শ্রমিকরা। প্রথমে কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে অগ্নিনির্বাপণে কাজ শুরু করেন। তবে কারখানাটির ভেতরে সরু রাস্তা ও পানির অভাবে আগুন ছড়িয়ে পড়ে।

আগুন লাগা গোডাউনে রয়েছে পাটখড়ি, ফিনিস বোর্ড, প্লাইউড, প্লাস্টিকের দরজা ইত্যাদি।

আইএ

Wordbridge School
Link copied!