• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

‘তরমুজ খেয়ে’ হাসপাতালে এক পরিবারের চারজন


রাজবাড়ী প্রতিনিধি মার্চ ২৫, ২০২৪, ০৫:১৭ পিএম
‘তরমুজ খেয়ে’ হাসপাতালে এক পরিবারের চারজন

রাজবাড়ী: ‘তরমুজ খাওয়ার পর’ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক পরিবারের চার সদস্য। সোমবার (২৫ মার্চ) দুপুর দেড়টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে তাদের ভর্তি করা হয়।

অসুস্থরা হলেন রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলী জয়পুর গ্রামের আমজাদ হোসেন, তার ছেলে রুহুল আমিন, ছেলের স্ত্রী রুপসী বেগম ও নাতনি রাজিয়া আক্তার।

অসুস্থ রুহুল আমিন বলেন, ‘শনিবার রাজবাড়ী সদর উপজেলার দাদশী বাজার থেকে একটি তরমুজ কিনে বাড়ি নিয়ে যাই। ওই দিন অর্ধেক তরমুজ খাই এবং পরের দিন রবিবার ইফতারে বাকি অর্ধেক তরমুজ খাই। পরিবারের পাঁচজন সদস্যের মধ্যে চারজনই তরমুজ খেয়ে অসুস্থ হয়ে পড়ি। পরে আজ দুপুরে হাসপাতালে ভর্তি হয়েছি।’

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আবদুল হান্নান বলেন, ‘অসুস্থদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কী কারণে তারা অসুস্থ হয়েছেন, সেটা পরীক্ষার পর বলা যাবে।’

এমএস

Wordbridge School
Link copied!