• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
পদদলিত হয়ে নারীর মৃত্যু

৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা


রাজবাড়ী প্রতিনিধি এপ্রিল ৮, ২০২৪, ০৩:২৪ পিএম
৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

রাজবাড়ী: রাজবাড়ীতে যাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে ভানু খাতুন (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অবহেলা জনিত কারণে মৃত্যুর অপরাধে ৬জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রবিবার রাতে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেছেন এসআই মো.মোস্তাফিজুর রহমান।

নিহত নারী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের গফুর সরদারের স্ত্রী। 

মামলার আসামিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চি গ্রামের মো. গোলাম পীরের ছেলে জুয়েল মল্লিক (২৭), ভবানীপুর নতুন পাড়ার মৃত ওলি মিয়ার ছেলে মো. জসিম কবির দুলু (৪২), সোনাকান্দর, ০২ নং ওয়ার্ডের আ. রাজ্জাক শেখের ছেলে মো. জিসান শেখ (২১), বিনোদপুর সদর পুলিশ ফাড়ির পার্শ্বের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. জাকির হোসেন (৫৫), দয়ালনগর গ্রামের মৃত সেকেন মোল্লার ছেলে মো. শাহাবুদ্দীন মোল্লা (৫২), গোপিনাথদিয়া শ্রীপুরের মৃত বাবু মৃধার ছেলে মো. রানা মৃধা (২২)। 

মামলার বাদী রাজবাড়ী সদর থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান বলেন, রাজবাড়ী থানা এলাকায় ডিউটি করাকালীন খবর পান গতকাল রবিবার সকাল সাড়ে ৫ টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত সাগর এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ লি. পক্ষ থেকে যাকাত সামগ্রী বিতরণ কালে মানুষের ভীড়ে চাপা পড়ে একজন মহিলা মৃত্যু হয়েছে। লাশটি রাজবাড়ী সদর হাসপাতালে পড়ে রয়েছে। 

সরেজমিন গিয়ে দেখেন সাগর এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সত্বাধিকারী রাজবাড়ী সদর থানার ভবানীপুর গ্রামের হাজী মো. দেলোয়ার হোসেন। তিনি তার নিজ বাস ভবনের নিচে ফাঁকা জায়গায় কোন রকম নিরাপত্তা মূলক ব্যবস্থা না নিয়ে আড়াই হাজার হতে তিন হাজার লোককে যাকাত হিসাবে নগদ টাকা, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা করছেন। 

যাকাত নিতে আসা ব্যক্তি ভানু খাতুন যাকাত নিতে গেলে মানুষের ভিড়ে চাপা পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষনিক অজ্ঞাত ব্যক্তিরা তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভানু খাতুনকে মৃত ঘোষণা করেন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অবহেলা পূর্বক যাকাত বিতরণের কারণে মানুষের ভিড়ে চাপে পড়ে ভানু খাতুনের মৃত্যু হয়েছে। 

এমএস

Wordbridge School
Link copied!