• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

রানা প্লাজা ধ্বসে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা


সাভার প্রতিনিধি এপ্রিল ২৪, ২০২৪, ০২:২৩ পিএম
রানা প্লাজা ধ্বসে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা

সাভার: সাভারে রানা প্লাজা ধ্বসের ১১ বছর পূর্তি উপলক্ষে ধ্বসে পড়া রানা প্লাজার সামনে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শিল্প পুলিশ-১, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীসহ ভবন ধ্বসের ঘটনায় আহত শ্রমিক ও নিহতের স্বজনেরা।

বুধবার (২৪ এপ্রিল) সকাল থেকে সাভার বাস স্ট্যান্ড সংলগ্ন ধ্বসে পড়া রানা প্লাজার সামনে অস্থায়ী স্মৃতিস্তম্ভে এই শ্রদ্ধা জানান তারা। এসময় বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

শ্রদ্ধা জানাতে আসা নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকরা ভবন মালিক সোহেল রানার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান। পাশাপাশি আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন দাবি করেন।

এদিকে, যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ধ্বসে পড়া রানা প্লাজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এমএস

Wordbridge School
Link copied!