• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

দুর্নীতি একটি ক্যানসার, এ বিষয়ে নো কম্প্রোমাইজ


নিজস্ব প্রতিনিধি জানুয়ারি ২, ২০২২, ১২:৩৯ পিএম
দুর্নীতি একটি ক্যানসার, এ বিষয়ে নো কম্প্রোমাইজ

ফাইল ছবি

ঢাকা : নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দুর্নীতি একটি ক্যানসার, এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না। রোববার (২ জানুয়ারি) সকালে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, দুর্নীতি যেই করুক সে আমার কর্মকর্তা-কর্মচারী হলেও ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, আঙুলে ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি।

এ সময় তিনি মামলাজট কমানো, বিচারবিভাগ থেকে দুর্নীতি দূর করা, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয়ে কাজ করার কথা বলেন।

নবনিযুক্ত প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ছাড়াও বারের সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলও বক্তব্য রাখেন।

এর আগে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপরের দিন বিকেল ৪টায় বঙ্গভবনে হাসান ফয়েজকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!