• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

যুবদল নেতা জাহাঙ্গীরের ৭ বছরের কারাদণ্ড


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৩, ২০২৩, ১২:৪৯ পিএম
যুবদল নেতা জাহাঙ্গীরের ৭ বছরের কারাদণ্ড

ঢাকা : জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীরকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বিএনপি নেতাদের বিরুদ্ধে এটাই সর্বোচ্চ সাজার ঘোষণা। এস এম জাহাঙ্গীর ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা ১৮ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ছিলেন। একই মামলায় বিএনপির আরও ১০ জনকে একই সাজা দেওয়া হয়। সকল আসামিদের দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ নভেম্বর) ঢাকার ১০ নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনালের বিচারক মো. মামুনুর রহমান সিদ্দিকী বিকালে এ রায় ঘোষণা করেন।

আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত বাকি আসামিরা হলেন- উত্তরা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস আই টুটুল, মনির হোসেন, নাজিম, আশরাফুল, মাসুদ, শাহাদত হোসেন, শাহীন, ইঞ্জিনিয়ার ফকরুল, সালাম ও নাইম।

২০১৩ সালে উত্তরা থানার একটি মামলায় তাদের সাজা দেওয়া হলো। এ মামলায় ৭৩ জন আসামি ছিলেন। অপর আসামিদের খালাস দেওয়া হয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!