• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ফের বাড়ল স্বর্ণের দাম


সোনালীনিউজ ডেস্ক আগস্ট ৭, ২০১৯, ০৯:৩৫ পিএম
ফের বাড়ল স্বর্ণের দাম

ঢাকা: দুইদিনের মাথায় আ‌বারও স্বর্ণের দাম বাড়া‌নোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরি স্বর্ণে এক হাজার ১৬৬ টাকা বা‌ড়ি‌য়ে নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি।

বুধবার (৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার ( ৮ আগস্ট) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ক্রমাগত স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। ফলে দেশীয় বুলিয়ান মার্কেটে স্বর্ণের দাম বাড়ায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে আন্তর্জাতিক বাজারে বর্তমানে গত এক দশ‌কের মধ্যে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে গত ৬ আগস্ট দাম বাড়ায় বাজুস। তারও আগে ২৪ জুলাইও দাম বাড়িয়েছিল। প্রতিবারই ভরিতে স্বর্ণর দাম এক হাজার ১৬৬ টাকা বাড়িছে বাজুস।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!