• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

‘রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার’ পাচ্ছে যে ১৯ প্রতিষ্ঠান


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৩, ২০২১, ০৪:০৬ পিএম
‘রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার’ পাচ্ছে যে ১৯ প্রতিষ্ঠান

ফাইল ফটৈা

ঢাকা: ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৯’ এর জন্য ৬টি ক্যাটাগরিতে মোট ১৯টি কোম্পানির তালিকা পুরস্কারের জন্য চুড়ান্ত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে নির্বাচিত শিল্প উদ্যোক্তাদের মাঝে এই পুরস্কার প্রাদান করা হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বুধবার (৩ নভেম্বর) রাজধানীর মতিঝিলের শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৯’ এর চুড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।। এসময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শিল্প সচিব জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।
 
শিল্প প্রতিষ্ঠানের শ্রেণিবিন্যাস অনুযায়ী প্রতিবছর ছয়টি ক্যাটাগরির শিল্পের জন্য ৩টি করে মোট ১৮টি শিল্প প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়। এ বছর দুটি ক্যাটাগরির ২টি পজিশনে যৌথভাবে দু’টি করে প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় এবং ১টি ক্যাটাগরিতে মাত্র ২টি প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় মোট ১৯টি শিল্প প্রতিষ্ঠানকে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯’ দেওয়া হচ্ছে। 

এগুলোর মধ্যে- বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ৪টি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ৪টি, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ৩টি, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ৩টি, কুটির শিল্প ক্যাটাগরিতে ২টি এবং হাইটেক শিল্প ক্যাটাগরিতে ৩টি কোম্পানিকে এই পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার প্রাপ্ত প্রত্যেককে একটি করে ক্রেস্ট এবং সম্মাননাপত্র দেওয়া হবে।

যেসব প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে-

বৃহৎ শিল্প: বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার যৌথভাবে পাচ্ছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ এবং বহুজা‌তিক প্র‌তিষ্ঠা‌ন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, একই ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পাচ্ছে মীর সিরামিক লিমিটেড এবং তৃতীয় জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড।

মাঝারি শিল্প: মাঝারি শিল্পে প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড, দ্বিতীয় নোমান টেরি টাওয়েল মিলস এবং যৌথভাবে তৃতীয় পুরস্কার পাবে আকো-টেক্স লিমিটেড এবং ক্রীমসন রোসেলা সি ফুড।

ক্ষুদ্র শিল্প: ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে প্রমি অ্যাগ্রো ফুডস, দ্বিতীয় হিসাবে মনোনীত করা হয়েছে মাধবদী ডাইং ফিনিশিং মিলস এবং এপিএস হোল্ডিংস পাচ্ছে তৃতীয় পুরস্কার।

মাইক্রো শিল্প: মাইক্রো শিল্পে প্রথম পুরস্কারে নির্বাচিত হয়েছে মসকো ডেইরি এন্টারপ্রাইজ, দ্বিতীয় খান বেকেলাইট প্রোডাক্টস এবং তৃতীয় র্যাভেন অ্যাগ্রো কেমিক্যালস লিমিটেড।

কুটির শিল্প: কুটির শিল্প ক্যাটাগরিতে পুরস্কার পাবে দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে প্রথম- কোর-দি জুট ওয়ার্কস এবং দ্বিতীয় সামসুন্নাহার টেক্সটাইল মিলস।

হাইটেক শিল্প: হাইটেক শিল্পে পুরস্কারের জন্য মনোমীত হয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড এবং সামিট কমিউনিকেশনস লিমিটেড।

জানা যায়, দেশে বর্তমানে প্রায় ১ লাখ ২৫ হাজার ক্ষুদ্র শিল্প এবং প্রায় সাড়ে ৮ লাখ কুটির শিল্প রয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্পখাতে এ পর্যন্ত প্রায় ৩৮ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি দেশে ইতোমধ্যে প্রায় ১০ লাখ এসএমই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব এসএমই শিল্প প্রতিষ্ঠান/উদ্যোক্তা জিডিপিতে শতকরা ২৩ শতাংশ এবং মোট শিল্প কর্মসংস্থানে শতকরা ৮০ শতাংশ অবদান রাখছে।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার দেয়া হচ্ছে। এবার ৫ম বারের মতো এই পুরস্কার প্রদান করা হবে। করোনার জন্য গতবছর এই পুরস্কার দেয়া হয়নি। এবছরই ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২০’ও প্রদান করা হতে পারে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!