• ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আবারও ফলাফলে দেশসেরাতা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৬, ২০২৫, ০৭:৩৭ পিএম
আবারও ফলাফলে দেশসেরাতা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা

ফাইল ছবি

বরাবরের মতো এবারও আলিম পরীক্ষায় চমক দেখিয়েছে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা। মাদরাসা শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফলে দেশসেরা সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

ফলাফল বিশ্লেষণে জানা গেছে, প্রতিষ্ঠানটির অধীনে নিবন্ধিত এক হাজার ২৭৭ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন এক হাজার ২৭২ জন। উত্তীর্ণ হয়েছেন এক হাজার ২৬০ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক শূন্য ৬ শতাংশ। এর মধ্যে ৬৬১ জন অর্জন করেছেন সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে অংশ নিয়েছেন ৫২০ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫১৭ জন পাস করেছেন এবং ৩৯০ জন পেয়েছেন জিপিএ-৫। সাধারণ বিভাগে অংশ নেয় ৭৫৭ জন, এর মধ্যে ৭৪৩ জন উত্তীর্ণ এবং ২৭১ জন জিপিএ-৫ পেয়েছেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. হেফজুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের নিবেদিত পাঠদান এবং প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার ফলেই এই অসাধারণ সাফল্য এসেছে।’

এসএইচ

Wordbridge School
Link copied!