• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

জাবিতে ১৭তম পাখিমেলা ১৯ জানুয়ারি


জাবি প্রতিনিধি জানুয়ারি ১৬, ২০১৮, ০৭:২৫ পিএম
জাবিতে ১৭তম পাখিমেলা ১৯ জানুয়ারি

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে ১৭তম পাখিমেলা-২০১৮ আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পাখি মেলার আহ্বায়ক ড. মো. কামরুল হাসান এ তথ্য জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় আন্তঃবিশ্ববিদ্যালয় পাখিদেখা প্রতিযোগিতার মাধ্যমে মেলা শুরু হয়ে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেলাটির উদ্বোধন করবেন।

মেলার অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে পাখি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশু  কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপ ও বাইনোকুলারস দিয়ে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, পাখির আলোকচিত্র ও পত্র পত্রিকা দিয়ে স্টল সাজানো প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, পাখি চেনা প্রতিযোগিতা ও পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা।

পাখি মেলায় প্রাণিবিদ্যা বিভাগের সহযোগীতা করছে ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টার, বাংলাদেশ বার্ড ক্লাব, আরণ্যক ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাইন্ডেশন, চ্যানেল২৪, আইইউসিএন ও বাংলাদেশ বন বিভাগ।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে ২০০১ সাল থেকে পাখি মেলা অনুষ্ঠিত হয়।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!