• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিয়ের আগেই শ্বশুরবাড়িতে আপত্তিকর অবস্থায় তারকা জুটি, সমালোচনার ঝড়


বিনোদন ডেস্ক মার্চ ৯, ২০২৫, ০১:০১ পিএম
বিয়ের আগেই শ্বশুরবাড়িতে আপত্তিকর অবস্থায় তারকা জুটি, সমালোচনার ঝড়

ঢাকা: টালিউডের পরিচিত জুটি অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। কয়েকদিন আগেই হয়েছে তাদের বাগদান। দুই পরিবার ও টালিউডের বিভিন্ন তারকাদের উপস্থিতিতেই হয় এই শুভকাজ। যদিও তারা এখনও মূল বিয়ের পর্বে যায়নি।

কিন্তু তার আগেই শ্বশুরবাড়িতে আনাগোনাসহ একরকম মাখামাখি সম্পর্কের মধ্যে রয়েছে এই জুটি। আর এতেই যত বিপত্তি! রীতিমতো ছিঃছিঃ করছে নেটিজেনরা!

বিষয়টি হলো, এই তারকাজুটির একটি ভ্লগে নিজেদের ব্যক্তিগত ও পারিবারিক কিছু মুহূর্তের চিত্র উঠে আসে। দেখা যায়, দুজনে একই কম্বলের তলায়, গা এলিয়েছেন বিছানাতে। তাও আবার মা-বাবার সামনে। 

সেই ভিডিওটা শেয়ার করেছিলেন অনন্যার বোন অভিনেত্রী অলোকানন্দা। সেখানেই দেখা যায়, আড্ডা চলছে পুরো পরিবারের। দুই মেয়ে, আর দুই জামাইকে পেয়ে আনন্দিত তাদের মা-বাবাও। সকালে লুচি তৈরি করছেন অনন্যার মা। আর অনন্যা ও সুকান্ত একটি ঘরে, বিছানায় কম্বলের তলায় ঢুকে আড্ডা দিচ্ছেন। দুজনের পায়ের কাছে তাদের বাবা। 

আর এতেই চটল নেটিজেনরা, তুলল সমালোচনার ঝড়! একজনের মন্তব্য, ‘দুজনের তো বিয়েও হয়নি। মা-বাবার সামনে এভাবে। ছিঃ লজ্জা করে না।’ আরেকজন লেখেন, ‘মা-বাবা কী করে এভাবে অ্যালাউ করে!’ তৃতীয়জনের মন্তব্য, ‘বিয়ে না করেই, একসঙ্গে থাকছে নাকি? লিভ ইন?’

ইউআর

Wordbridge School
Link copied!