• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রেস্টুরেন্টে টিকা কার্ড দেখানো নিয়ে যা বললেন সেব্রিনা ফ্লোরা


নিজস্ব প্রতিনিধি জানুয়ারি ৫, ২০২২, ০১:৫০ পিএম
রেস্টুরেন্টে টিকা কার্ড দেখানো নিয়ে যা বললেন সেব্রিনা ফ্লোরা

ফাইল ছবি

ঢাকা : স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, দেশে করোনা রোধে টিকা কার্ড ছাড়া রেস্টুরেন্টে না যাওয়ার নির্দেশনা বাস্তবায়ন চ্যালেঞ্জিং হতে পারে।

বুধবার (৫ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ক্যানসারবিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ফ্লোরা বলেন, ‘যারা টিকা নিচ্ছেন তাদেরকে আমরা কাগজের একটি কাজের কার্ড দিচ্ছি যেটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে। কার্ডটি নিজেদের কাছে রাখতে হবে। প্রমাণ হিসেবে হিসেবে কার্ডটি সঙ্গে রাখার পরামর্শ দেয়া হয়েছে।’

রেস্টুরেন্টে প্রবেশের আগে কাস্টমারের কাছে টিকা কার্ড আছে কি না, তা কতটা নিশ্চিত করা যাবে, এমন প্রশ্নের জবাবে ফ্লোরা বলেন, ‘শুরুর দিকে একটু চ্যালেঞ্জিং হবে।’

টিকা নিয়ে মানুষের মাঝে আগ্রহ আগের চেয়ে কম দেখা যাচ্ছে বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র। বললেন, টিকা গ্রহণে মানুষের উদাসীনতা দেখেই টিকাকার্ড সঙ্গে রাখার মতো নির্দেশনা দেয়া হয়েছে।

ফ্লোরা বলেন, ‘মানুষের মধ্যে টিকা গ্রহণের বাধ্যবাধকতা থাকছে না। সরকারের হাতে যথেষ্ট টিকা মজুদ আছে। তবে টিকা গ্রহণের সংখ্যা আগের তুলনায় কমে আসছে। মানুষের মধ্যে টিকা গ্রহণের বিষয়ে কিছুটা হলেও উদাসীনতা দেখা দিয়েছে।

তিনি বলেন, ‘এমন বিষয়গুলো লক্ষ্য করে আমাদের সিদ্ধান্ত হয়েছে। যেসব স্থানগুলোতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি, ধরেন রেস্টুরেন্ট বিয়ে-শাদী, সামাজিক অনুষ্ঠান, এসবে যদি টিকা গ্রহীতারা যায় তাহলে সংক্রমণের হার কিছুটা হলেও কমে আসবে। টিকা দিলেই সংক্রমণ হবে না, এটা বলা যাবে না। তবে আশঙ্কাটা কিছুটা হলেও কমে আসে।’

আপনারা কী বলছেন, যারা টিকা নিয়েছেন তারা প্রমাণ হিসেবে ভ্যাকসিন কার্ড সঙ্গে নিয়ে চলবেন, এমন প্রশ্ন রাখা হয় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের কাছে।

তিনি বলেন, ‘ভ্যাকসিন কার্ড সফটকপি রয়েছে, প্রয়োজন হলে সেটাও মনে রাখতে পারবেন। যাদের ফোনে রাখা সম্ভব নয়, তারা যদি কাগজটি সঙ্গে রাখেন তা হলেও হবে।’

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!