• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
জাপানে ভূমিকম্প

হাজারো মানুষ রাত কাটাচ্ছে আশ্রয়কেন্দ্রে


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২, ২০২৪, ০৯:৩৭ এএম
হাজারো মানুষ রাত কাটাচ্ছে আশ্রয়কেন্দ্রে

ঢাকা : জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ‘সুনামির উচ্চ সতর্কতা’ জারির কারণে উপকূলের হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। যদিও সুনামির সতর্কতা এখন কমিয়ে আনা হয়েছে।

ভূমিকম্পে এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছে জাপানের কিয়োদো নিউজ এজেন্সি। যে সংখ্যা আরো বাড়তে পারে।

কারণ, কয়েকটি নগরীতে এক ডজনের বেশি ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে অনেক মানুষ।

সোমবার (১ জানুয়ারি) স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটের দিকে (০৭:১০ জিএমটি) ভয়াবহ ওই ভূমিকম্পটি জাপানের মধ্যাঞ্চলে আঘাত হানে। তারপর আরো প্রায় ৬০ বার পরাঘাত অনুভূত হয়েছে। যেগুলোর মাত্রা ছিল ৩ থেকে ৬ দশমিক ১। আগামী অন্তত এক সপ্তাহ আরো বড় ভূমিকম্প হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
জাপানে ভূমিকম্প: হাজারো মানুষ রাত কাটাচ্ছে আশ্রয়কেন্দ্রে

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি চিত্র এখনো পরিষ্কার না। মঙ্গলবার সকাল নাগাদ বিষয়টি আরো পরিষ্কার হবে।

ইশিকাওয়া প্রিফেকচারে বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে এবং বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে।

ভূমিকম্পের কেন্দ্রের কাছের সড়কগুলোতে বড় বড় ফাটল দেখা দেওয়ায় কয়েকটি মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ৩৬ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে জানিয়েছে হোকুরিকু ইলেক্ট্রিক পাওয়ার।

বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলোর অন্যতম জাপান। প্যাসিফিক রিং অব ফায়ার এ দেশটির অবস্থান। যেখানে অনেকগুলো টেকটনিক প্লেট মিলিত হয়েছে। ফলে দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়।

সোমবার যে অঞ্চলে ভূমিকম্প হয়েছে সেখানে বেশ কয়েকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তবে জাপানের পরমাণু কর্তৃপক্ষ বলেছেন, “কোথাও তেজষ্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি নেই।”

জাপানের পাশাপাশি রাশিয়া এবং দক্ষিণ কোরিয়ার আবহাওয়া অধিদপ্তর থেকেও এদিন সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

এমটিআই

Wordbridge School
Link copied!