• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
হুমকি ইরানের

ইসরাইলের কোনো দূতাবাস নিরাপদ নয়


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ৭, ২০২৪, ০৫:৫৭ পিএম
ইসরাইলের কোনো দূতাবাস নিরাপদ নয়

ঢাকা: ইসরাইলের কোনো দূতাবাস এখন আর নিরাপদ নয়। রোববার ইরানের এক সিনিয়র কর্মকর্তা এমন হুমকি দিয়েছেন। ইরানি বার্তা সংস্থা তাসনিম-এর বরাতে দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, জায়নবাদী শাসকদের দূতাবাসগুলো এখন আর নিরাপদ নয়।

১ এপ্রিল সিরিয়ার দামেস্কে একটি ইরানি কনস্যুলেটে ইসরাইলি হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সাত সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে একজন শীর্ষস্থানীয় কমান্ডার ছিলেন।

এরপর দূতাবাসে হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরান। এ নিয়ে যুক্তরাষ্ট্রকেও একটি সতর্কবার্তা পাঠিয়েছে তেহরান। ইসরাইল ও যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, মধ্যপ্রাচ্যে ইসরাইলি ও মার্কিন সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাতে পারে ইরান।

ইরানের সম্ভাব্য হামলা মোকাবিলায় সতর্ক অবস্থায় রয়েছে দেশ দুটি। 

আইএ

Wordbridge School
Link copied!