তারেক রহমান কবে আসবেন, জানালেন এ্যানি

  • লক্ষ্মীপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৩:২৪ পিএম
তারেক রহমান কবে আসবেন, জানালেন এ্যানি

ফাইল ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির মনোনয়ন পাওয়া দলটির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে না নেওয়া হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুতই দেশে ফিরবেন। হয়তো বা দুই-চার বা দশ দিনের মধ্যে তিনি চলে আসবেন। 

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের বেঁড়ির মাথা এলাকায় অভি উল্যাহ ভূঁইয়া বাড়ির সামনে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমান দেশের বাইরে আছেন। আমরা তার অপেক্ষায় আছি। খালেদা জিয়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। খালেদা জিয়াকে যদি দেশের বাইরে আবার নিতে হয়, তাহলে লন্ডন গিয়ে চিকিৎসা নিতে হলে, সেখানে ছেলেকে থাকতে হবে। আর যদি বিদেশে নেওয়ার পরিস্থিতি না হয়, তাহলে তারেক রহমান খুব দ্রুত চলে আসবেন। 

তিনি আরও বলেন, এবার ভোটটা কঠিন, একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে। কারণ আওয়ামী লীগ তো পালিয়ে গেছে। অত্যাচার-নির্যাতন করে ভোট করার অবস্থা তারা রাখেনি। দেশে ভোট হবে। অনেক রাজনৈতিক দল ভোট করবে। তারা কী বলছে, আর বিএনপি কী বলছে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মতো আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আপনাদের পাশে থেকে যে কাজটা করব তা মা-বোনদের সামনে বুঝিয়ে দেব।

পিএস

Link copied!