সাবেক মন্ত্রীকে প্রার্থী করল এনসিপি, কঠিন চ্যালেঞ্জে বিএনপি

  • সিরাজগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৬:০৪ পিএম
সাবেক মন্ত্রীকে প্রার্থী করল এনসিপি, কঠিন চ্যালেঞ্জে বিএনপি

ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর মনজুর কাদের বিএনপি ত্যাগ করে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হয়েছেন। জাতীয় পার্টির আমলের সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রীর প্রার্থিতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জন্য কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (১০ ডিসেম্বর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন দেশের ১২৫ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন। সিরাজগঞ্জের চারটি আসনে প্রার্থী হিসেবে নাম প্রকাশ করা হয়। সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), সিরাজগঞ্জ-৫ আসনে মনজুর কাদের ও সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে।

মনজুর কাদের ২০০১ সালে সাবেক সিরাজগঞ্জ-৬ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়ী হন। আসনটি বিলুপ্ত হওয়ার পর ২০০৮ সালে সিরাজগঞ্জ-৫ আসন থেকে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোটের প্রার্থী হন, কিন্তু আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের কাছে মাত্র ২৫৫ ভোটে পরাজিত হন।

আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের দাবিদার ছিলেন মনজুর কাদের। তবে বিএনপি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমকে মনোনয়ন দেয়। মনোনয়ন বঞ্চিত হলেও মনজুর কাদেরের সমর্থকরা নির্বাচনের প্রস্তুতি নিতে থাকেন। অবশেষে বিএনপির এই নেতাকে এনসিপি প্রার্থী হিসেবে ঘোষণা করে।

রাজনীতিকরা মনে করছেন, মনজুর কাদেরের এনসিপিতে যোগদানের ফলে সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপির অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

এসএইচ 

Link copied!