বরগুনা: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গলদা চিংড়ি পোনা জব্দ করা হয়েছে। জব্দকৃত পোনার পরিমাণ ১ লক্ষ ষাট হাজার। জব্দকৃত গলদা চিংড়ি পোনা স্হানীয় পায়রা নদীতে অবমুক্ত করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে গলদা পোনা ধরার অভিযান পরিচালনা করা হয়। বরগুনার তালতলী উপজেলার পঁচাকোরালিয়া বাজারে উপজেলা মৎস বিভাগ অভিযান চালিয়ে এক লক্ষ ষাট হাজার পিস গলদা পোনা চিংড়ি জব্দ করে।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমার নির্দেশে নদীতে অবমুক্ত করা হয়। এসময় পোনা রাখার ড্রাম, পাতিল, গামলা জব্দ করে নিলামের জন্য উপজেলা মৎস অফিসে নিয়ে যাওয়া হয়।
এবিষয়ে জেলা মৎস কর্মকর্তা মো. মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তালতলীর পঁচাকোরালিয়া বাজার থেকে গতকাল রাতে গলদা পোনা চিংড়ি জব্দ করা হয়।
পরে তা নদীতে অবমুক্ত করা হয়। আমাদের অভিযান চলমান রয়েছে। তিনি আরো জানান, গলদা চিংড়ি পোনা জব্দ করতে স্হানীয়দের সহযোগিতা কামণা করেন। এক্ষেত্রে তথ্য দাতার পরিচয় গোপন করা হবে।
এআর
আপনার মতামত লিখুন :