ঝালকাঠি: কাঁঠালিয়ায় যুবলীগ সমর্থক ঔষধ ব্যবসায়ী মো.জাহিদুল ইসলাম সুমন ও তারই ছোট ভাই ছাত্রলীগ সমর্থক মো.রাকিব হাওলাদারকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) ভোররাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আওরাবুনিয়া এলাকার নিজ বাড়ী থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম সুমন (৩৬) ও রাকিব হাওলাদার (২৬) উপজেলার ৬নং আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি মেম্বার ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো.বজলুর রহমানের দুই ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, গ্রেফতারকৃতদের কোর্টে চালান করা হয়েছে।
এআর
আপনার মতামত লিখুন :