ফাইল ছবি
ঢাকা: ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে এবং চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয় এবং ২০২৫ খ্রিষ্টাব্দের অকৃতকার্য পরীক্ষার্থীরা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বরাবরে ২৪ ডিসেম্বরের মধ্যে সাদা কাগজে আবেদন জমা দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্বাচনি পরীক্ষা নিয়ে ৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিলম্ব ফিস সহ অনলাইনে ফরমপূরণ করা যাবে ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা হারে বিলম্ব ফিসসহ অনলাইনে ফি জমা দেওয়া যাবে ১৮ জানুয়ারি পর্যন্ত।
ফরমপূরণের ফি নির্ধারণ করা হয়েছে নিয়মিত শিক্ষার্থীদের জন্য: বিজ্ঞান বিভাগে ৪র্থ বিষয়সহ দুই হাজার ৪৩৫ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪র্থ বিষয়সহ দুই হাজার ৩১৫ টাকা এবং মানবিক বিভাগে ৪র্থ বিষয়সহ দুই হাজার ৩১৫ টাকা।
এসএইচ
আপনার মতামত লিখুন :