পিরোজপুর: ইন্দুরকানীতে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে হামিদা আক্তার (১২) নামে এক ষষ্ঠ শ্রেণিতে পড়া মাদরাসার ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে ওই ছাত্রীর পিতা আকমাল সরদার বাদি হয়ে ইন্দুরকানী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
গতকাল সোমবার মাদরাসায় যাওয়ার পথে অভিযুক্ত নাজমুল সরদারসহ কয়েকজন মিলে রাস্তা থেকে চাচাতো বোন হামিদা আক্তারকে তুলে নিয়ে চলে যায় বলে জানিয়েছে পরিবার।
অভিযুক্ত নাজমুল সরদার উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের লোকমান সরদারের ছেলে।
অপহৃত ছাত্রীর বাবা আকমাল সরদার বলেন, ‘আমার মেয়ে এস ডি মদিনাতুল উলুম দাখিল মাদরাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ে। মাদরাসায় আসা-যাওয়ার পথে বড় ভাইয়ের ছেলে নাজমুল সরদার (২২) মেয়েকে উত্ত্যক্ত করত। এ বিষয় বড় ভাই লোকমান সরদারের কাছে অভিযোগ দেওয়া হয়। এরপরও নাজমুল আমার মেয়েকে বিরক্ত করত।
পরে গতকাল সোমবার মেয়ে মাদরাসায় পরীক্ষা দিতে যাওয়ার পথে নাজমুলসহ তার সহযোগীরা রাস্তা থেকে মেয়েকে তুলে নিয়ে চলে যায়। দুইদিন ধরে মেয়ের সন্ধান পাওয়া যায়নি। একমাস আগে জোর করে মেয়ের ছবি তুলে টিকটকে ছড়িয়ে দিয়েছিল নাজমুল। পরে মেয়ে লজ্জায় কয়েকদিন মাদরাসায় যায়নি।
মাদ্রাসার সুপার মো. ওহিদুজ্জামান জানান, মাদ্রাসায় পরীক্ষা দিতে আসার পথে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অপহরণের ঘটনা শুনেছি। ওই শিক্ষার্থী ছয় বিষয় পরীক্ষা দিয়েছিল।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, ‘এ বিষয় ভুক্তভোগীর পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছে। পুলিশ ওই ছাত্রীকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
এআর
আপনার মতামত লিখুন :