সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • নোয়াখালী প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৯:৪০ পিএম
সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ

নোয়াখালী: সেনবাগে দুই আলাদা স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করা স্থাপনা ভেঙে দিয়েছে। 

রোববার বিকেল উপজেলা পূর্ব লালপুর ও কাবিলপুর গরীরেব ৩০০ ফুট নামক স্বপ্নচুড়া চত্বরের অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা ভেঙে ও খালে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে বাড়ির চলাচলে তৈয়ার করা পথ ভ্যাকু মেশিন দিয়ে কেটে দিয়ে পানি চলাচলের জন্য উন্মক্ত করে দিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, স্থানীয় ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার ও সেনবাগ থানার এসআই আবদুল সালামের নেতৃত্বে একদল পুলিশ।

ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, সরকারি সম্পত্তি দখল করে যে বা যারা স্থাপনা নির্মাণ করেছেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এআর

Link copied!