১২০ তম প্রাইজবন্ডের ‘ড্র’ ৩১ জুলাই

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ১২:৩৫ পিএম
১২০ তম প্রাইজবন্ডের ‘ড্র’ ৩১ জুলাই

ফাইল ছবি

ঢাকা: ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২০তম ‘ড্র’ আগামী ৩১ জুলাই বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানা গেছে।

সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ‘ড্র’ তে ছয় লাখ টাকার ১টি, তিন লাখ পঁচিশ হাজার টাকার ১টি, এক লাখ টাকার ২টি, পঞ্চাশ হাজার টাকার ২টি এবং দশ হাজার টাকার ৪০টি-সহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে। আগামী ৩ আগস্ট জাতীয় দৈনিক পত্রিকায় ‘ড্র’ এর ফলাফল প্রকাশিত হবে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসআই

Link copied!