পে-স্কেল বাস্তবায়নে তিন ধাপের রূপরেখা চূড়ান্ত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৯:০১ পিএম
পে-স্কেল বাস্তবায়নে তিন ধাপের রূপরেখা চূড়ান্ত

ফাইল ছবি

ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে জাতীয় বেতন কমিশন। এর প্রথম ধাপে আগামী জানুয়ারি মাসে কমিশন তাদের সুপারিশ জমা দিতে পারে বলে জানা গেছে।

বুধবার জাতীয় বেতন কমিশনের পঞ্চম পূর্ণ কমিশনের সভায় এ পরিকল্পনার কথা আলোচনা করেন কমিশনের সদস্যরা। বিকেল তিনটায় শুরু হওয়া সভা রাত আটটা পর্যন্ত চলে।

পে-কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন, সদস্যসচিব মো. ফরহাদ সিদ্দিকসহ খণ্ডকালীন সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, তিন ধাপে পে-স্কেলের সুপারিশ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে পে-কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে। দ্বিতীয় ধাপে প্রতিবেদনটি সচিব কমিটিতে উপস্থাপন করা হবে। 

সচিব কমিটির অনুমোদনের পর বিষয়টি উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। উপদেষ্টা পরিষদ কমিশনের প্রতিবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরপর এ সংক্রান্ত গেজেট জারি করা হবে।

সূত্র জানায়, সভায় কমিশনের প্রস্তুত করা ড্রাফট নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কিছু বিষয়ে সংশোধনী আনার সিদ্ধান্ত হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে অন্তত আরও তিনটি পূর্ণ কমিশনের সভা করার পরিকল্পনা রয়েছে।

এসএইচ 
 

Link copied!