ভক্তদের বড় দুঃসংবাদ দিলেন মিশু সাব্বির

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৫, ২০২১, ০৩:৩৫ পিএম
ভক্তদের বড় দুঃসংবাদ দিলেন মিশু সাব্বির

ফাইল ছবি

ঢাকা : ভক্তদের বড় দুঃসংবাদ দিলেন নাটকের জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির। সড়ক দুর্ঘটনায় মামাতো বোনকে হারিয়েছেন এ অভিনেতা। বাংলাদেশ সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতের নাম স্বর্ণা। এ ঘটনায় স্বর্ণার তিন বছর বয়সি কন্যাশিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে। শিশুটি কোমায় চলে গেছে।

ঘটনার পর নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন মিশু সাব্বির। 

তিনি লেখেন—আমার মামাতো বোন স্বর্ণা কয়েক ঘণ্টা আগে ইউএসএতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার তিন বছরের মেয়ে কোমায় আছে ???। সবাই স্বর্ণার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহেশতে রাখেন।

স্ট্যাটাসে মন্তব্যের ঘরে শোক প্রকাশ করছেন নেটিজেনরা। নিহতের রুহের মাগফিরাত কামনা করছেন তারা। 

সোনালীনিউজ/এআর

Link copied!