মহান আল্লাহ পরিবারগুলোকে কঠিন সময় পার করার শক্তি দেন: শাকিব খান

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৬:৪৪ পিএম
মহান আল্লাহ পরিবারগুলোকে কঠিন সময় পার করার শক্তি দেন: শাকিব খান

ঢাকা: বিমান বিধ্বস্তের ঘটনায় দেশব্যাপী জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে দুর্ঘটনাস্থলের সেই ভিডিও। এমন মর্মান্তিক ঘটনা নাড়া দিয়েছে শোবিজ অঙ্গনেও। বেশ কয়েকজন তারকা ইতোমধ্যে শোক প্রকাশ করেছেন।

শোক জানিয়েছেন দেশের জনপ্রিয় নায়ক শাকিব খান। নিজের ফেসবুক পেজ থেকে তিনি লিখেছেন, ‘রাজধানীর উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।’

শাকিবের পোস্টে মন্তব্য করেছেন অসংখ্য অনুরাগী। এ মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করছেন সবাই। রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। 

এআর

Link copied!