ডেঙ্গুতে আরও ২৩৪ জন আক্রান্ত

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৬, ২০২৫, ০৬:৩৪ পিএম
ডেঙ্গুতে আরও ২৩৪ জন আক্রান্ত

ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় ২৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ১১৯ জনই বরিশাল বিভাগের।  এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি।

সোমবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৩২ জন, রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনে ২৮ জন, উত্তর সিটিতে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, খুলনায় বিভাগে ৫ জন, ময়মনসিংহে ১ জন, রাজশাহী ৫ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪৬ দশমিক ৭ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১৬ জুন পর্যন্ত দেশে মোট ৬ হাজার ২২২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী।

পিএস

Link copied!