আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতার খবর

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৩:২১ পিএম
আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতার খবর

ছবি : সংগৃহীত

ঢাকা: ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার এই গুরুতর অসুস্থতার খবরটি এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রধান শিরোনামে উঠে এসেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা, গালফ নিউজ, ডন নিউজ, রয়টার্স, এএফপি এবং বিবিসি সহ বিভিন্ন প্রভাবশালী বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

আন্তর্জাতিক প্রতিবেদনগুলোতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, তার রাজনৈতিক জীবনের প্রেক্ষাপট এবং চিকিৎসার সীমাবদ্ধতা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। তার পরিবার এবং রাজনৈতিক সমর্থকরা দেশের জনগণের প্রতি এই কঠিন সময়ে তার দ্রুত সুস্থতার জন্য আন্তরিক দোয়া করার আহ্বান জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার অবস্থা গত ৩ দিন ধরে একই পর্যায়ে রয়েছে। তবে তিনি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারছেন।

তিনি আরও জানান, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই দ্রুত তাকে দেশের বাইরে পাঠানো হবে।

এদিকে শনিবার সংকটাপন্ন খালেদা জিয়া ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানের সঙ্গে অল্প কথা বলেছেন। 

গত তিন দিনের তুলনায় তার অবস্থায় সামান্য উন্নতি দেখা গেলেও সামগ্রিক সংকট এখনো কাটেনি। বিশেষ করে কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে চার দিন ধরে টানা ডায়ালাইসিসে রাখা হয়েছে। শরীরে অতিরিক্ত তরল জমে শ্বাসকষ্ট বাড়ায় তার অবস্থা আরও জটিল হয়ে পড়ে। সচেতন থাকলেও তিনি সাড়া দিচ্ছিলেন না বলে জানানো হয়।

পিএস

Link copied!