ফাইল ছবি
ঢাকা: আগের দিন সোনার দাম বেড়ে ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। তবে মঙ্গলবার স্বর্ণের দাম কমেছে। মার্কিন ট্রেজারি ফলন বেড়ে চলা এবং বিনিয়োগকারীদের মুনাফা গ্রহণের চাপ মূলবান এই ধাতুটির দাম কমেছে। এদিকে রৌপ্যও আগের দিনের রেকর্ড উচ্চতা থেকে পিছিয়ে এসেছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্পট মার্কেটে সোনার দাম ০.৭% কমে প্রতি আউন্স ৪ হাজার ২০৩.৫৫ ডলারে দাঁড়ায়। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন সোনা ফিউচার ০.৯% কমে প্রতি আউন্স ৪ হাজার ২৩৪.৪০ ডলার হয়েছে।
“গত দুই সপ্তাহে দাম ৪ হাজার থেকে ৪ হাজার ২৫০ ডলারে ওঠার পর আমরা কিছু ট্রেডারকে মুনাফা তুলতে দেখছি,” বলেন সুইসকোট ব্যাংকিং গ্রুপের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো ডে কাসা।
এছাড়া, জাপানি ও ইউরোপীয় সরকারি বন্ডের দুর্বলতার পর সূচক ১০-বছরি মার্কিন ট্রেজারি ফলন দুই সপ্তাহের উচ্চতার কাছাকাছি স্থির রয়েছে, যা ফলনহীন সোনার প্রতি চাহিদা কমিয়ে দিচ্ছে।
সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে মার্কিন উৎপাদন খাত টানা নবম মাসের মতো সংকুচিত হয়েছে। বিনিয়োগকারীরা এখন বুধবারের নভেম্বর এডিপি কর্মসংস্থান প্রতিবেদন এবং শুক্রবার প্রকাশিত হতে যাওয়া বিলম্বিত সেপ্টেম্বর পিসিই সূচকের দিকে নজর রাখছেন, যা ফেডের আগামী সপ্তাহের বৈঠকে সুদের হার কমানোর ইঙ্গিত দিতে পারে।
ফেড চেয়ার জেরোম পাওয়েল সোমবার রাতে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক বক্তব্যে অর্থনীতি বা মুদ্রানীতি নিয়ে কোনো মন্তব্য করেননি।
ট্রেডাররা ডিসেম্বর মাসে ফেডের সুদের হার কমানোর সম্ভাবনা ৮৭% হিসেবে মূল্যায়ন করছেন। সুদের হার কমলে সাধারণত ফলনহীন সোনার উপকার হয়।
বাজার আরও অপেক্ষায় আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান ঘোষণার জন্য, যেখানে হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেটকে আলোচনায় এগিয়ে থাকা প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। হ্যাসেটও ট্রাম্পের মতো নিম্ন সুদের হারকে সমর্থন করেন।
“আমি আশা করি সোনা আগামী কয়েক সপ্তাহে ৪ হাজার থেকে ৪ হাজার ৪০০ ডলারের মধ্যে পার্শ্বগতভাবে (সাইডওয়েজ) লেনদেন করবে,” বলেন ডে কাসা। তিনি আরও জানান, ফেড সুদের হার কমালে অতিরিক্ত উর্ধ্বগতির সুযোগ তৈরি হতে পারে।
রৌপ্য সোমবারের প্রতি আউন্স ৫৮.৮৩ ডলার রেকর্ড উচ্চতা থেকে পিছিয়ে ১.৬% কমে প্রতি আউন্স ৫৭.০১ ডলারে নেমেছে। বছরের হিসাবে স্পট রৌপ্য ৯৭% বেড়েছে, যা বাড়তি নিরাপদ বিনিয়োগ চাহিদা ও শিল্পখাতের চাহিদায় উজ্জীবিত।
প্ল্যাটিনাম ০.৯% কমে ১ হাজার ৬৪২.৫৬ ডলার আর প্যালাডিয়াম ০.৮% বেড়ে ১ হজাার ৪৩৫.৪৪ ডলার হয়েছে।
পিএস
আপনার মতামত লিখুন :