তিন দেশকে কড়া হুঁশিয়ারি ইরানের

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ০৫:৩১ পিএম
তিন দেশকে কড়া হুঁশিয়ারি ইরানের

ঢাকা : চলমান সহিংসতায় ইসরায়েলকে সহায়তা করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। শুক্রবার (১৪ জুন) বিকেলে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স যদি ইসরায়েলকে প্রতিরক্ষা সহায়তা দেয়, তবে তাদের আঞ্চলিক ঘাঁটি ও সামরিক স্থাপনায় ইরান হামলা চালাতে বাধ্য হবে।

এই হুঁশিয়ারি মাধ্যমে তেহরান স্পষ্ট করে দিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে চলমান অভিযানে বাইরের কোনো রাষ্ট্র হস্তক্ষেপ করলে তা সরাসরি যুদ্ধের পথে ঠেলে দেবে। ইরানি গণমাধ্যমে বলা হয়েছে, এই তিন পশ্চিমা শক্তির আঞ্চলিক নৌ-ঘাঁটি, বিমানঘাঁটি এবং যুদ্ধজাহাজ এখন ইরানের নজরদারিতে রয়েছে।

এদিকে ইসরায়েল আগেই জানিয়ে এসেছে, ইরানের হামলা মোকাবিলায় আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তারা। তবে ইরানের এমন হুঁশিয়ারির পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

পিএস

Link copied!