ইরানে মোসাদের ৫৪ সদস্য গ্রেপ্তার

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২১, ২০২৫, ১১:৩৮ এএম
ইরানে মোসাদের ৫৪ সদস্য গ্রেপ্তার

ঢাকা : ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা সংস্থা। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশ থেকে তাদের আটক করা হয়।

শনিবার (২১ জুন) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা শত্রুর পক্ষ হয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য ছড়ানো ও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিনষ্টে সক্রিয় ছিল। 

খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস জানিয়েছে, প্রাথমিক তদন্তে আটককৃতদের মোসাদের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। এই অভিযানের মাধ্যমে ইরান নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সাইবার ও গোয়েন্দা যুদ্ধেও একধাপ এগিয়ে গেল বলে বিশ্লেষকদের মত।

প্রসঙ্গত, ১৩ জুন থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে একাধিক হামলা-পাল্টা হামলায় দুই দেশের বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। ইসরায়েলের তথ্যমতে, ইরানের হামলায় তাদের ২৫ জন নিহত হয়েছেন।

অন্যদিকে, ইরান বলছে, ইসরায়েলের হামলায় তাদের ৬৩৯ জন নাগরিক নিহত ও ১৩০০ জনের বেশি আহত হয়েছেন।

পিএস

Link copied!