ইরানে আদালত ভবনে হামলায় নিহত ৫

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০৫:০৭ পিএম
ইরানে আদালত ভবনে হামলায় নিহত ৫

ঢাকা: ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের একটি আদালত ভবনে সশস্ত্র গোষ্ঠী জইশ আল-আদলের হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ জন। স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, শনিবার সিস্তান-বেলুচিস্তানের রাজধানী জাহেদানের ওই আদালত ভবনের ভেতর হামলাকারীরা একটি হ্যান্ড গ্রেনেড ছুড়ে মারলে হতাহতের ঘটনা ঘটে।
 
নিহত ব্যক্তিদের মধ্যে একজন সন্তান ও মা-ও আছেন। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হামলাকারীও নিহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জইশ আল-আদল হামলার দায় স্বীকার করেছে। 

নিজেদের নিরাপত্তার স্বার্থে সংঘর্ষের এলাকা থেকে দ্রুত সরে যাওয়ার জন্য সাধারণ মানুষদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বালুচ মানবাধিকার সংগঠন হালভাশ বলেছে, হামলাকারীরা বিচারকদের কক্ষে ঢুকে হামলা চালালে আদালতের কয়েকজন কর্মী ও নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য হতাহত হন।

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তঘেঁষা সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ইরানের সুন্নি মুসলিম বালুচ সংখ্যালঘু জনগোষ্ঠীর বসবাস। তারা বহুদিন ধরেই অর্থনৈতিকভাবে বঞ্চিত হওয়া ও রাজনৈতিকভাবে উপেক্ষিত হওয়ার অভিযোগ করে আসছে।

এ প্রদেশে প্রায়ই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়ে থাকে। গোষ্ঠীগুলোর দাবি, তারা অধিকার আদায় ও স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে।

এআর

Link copied!